Eworld ltd Tutorials


Eworld.ltd এর সাথে লেনদেন করতে হলে আপনাকে প্রথমে অবস্যই আমাদের সাইটে একটি একাউন্ট খুলতে হবে।তাই প্রথমে কি ভাবে একাউন্ট খুলবেন সেটা দেখে নিন।

1.      একটি নতুন একাউন্ট খুলতে sign up অপশনে ক্লিক করুণ

 

2.      প্রথম ঘরে একটি ইউজার নেম দিন

(ইউজার নেম হলো একটি ইউনিক নাম,ধরুন আপনার নাম jakir জাকির নামে আরো কেউ থাকতে পারে,তাই আপনার ইউজার নেম দিতে পারেন jakir432 বা আপনার পছন্দ মতো।)

 

3.       এরপর আপনার একটি ইমেইল আইডি দিন,এখানে আপনার সচরাচর ব্যবহৃত ইমেইল দিবেন,কারন আপনার লেনদেনে কোথাও সমস্যা হলে আমরা এই ইমেইল টির মাদ্ধ্যমেই আপনার সাথে যোগাযোগ করবো।

 

4.      এরপর আপনার পছন্দ মতো পাসোয়ার্ড দিন,চেস্টা করবেন একটু হার্ড পাসোয়ার্ড দিতে,এতে আপনার একাউন্ট সিকিউরড থাকবে।

 

5.      এঁর পরের ঘরে ও একই পাসোয়ার্ড দিন।

 

6.      সবশেসে Register বাটন টিতে ক্লিক করুন

ব্যাস আপনার রেজিস্ট্রেসন হয়ে গেলো এবার আপনি Exchange অপসনে গিয়ে আপনি যেকোনো ধরনের এক্সচেঞ্জ করতে পারেন।


কিভাবে এক্সচেঞ্জ করবেন?

প্রথমে সেন্ড অপসনে(send) আপনি কি পাঠাবেন সেটা সিলেক্ট করুন

এরপর রিসিভ(receive) অপসনে আপনি কি নেবেন সেটা সিলেক্ট করুন

সেন্ড এবং রিসিভ অপসনের নিচে এক্সচেঞ্জ রেট এবং আমাদের স্টক দেখতে পাবেন

সেন্ড অপসনের নিচের ঘরে আপনি আমাদের কত পাঠাবেন সেটা লিখুন

রিসিভ অপসনের নিচের ঘরে আপনি কত পাবেন সেটা দেখতে পাবেন

 

এবার Exchange বাটন টিতে ক্লিক করুন

এখানে আপনার ব্যবহৃত ইমেইল এবং স্ক্রিল/নেটেলার/পেপাল ইত্যাদির ইমেইল বা বিকাশ/রকেট নাম্বার বা ব্যাংক একাউন্ট দিন,অর্থ্যাত আপনি কিসে নিবেন সেটার ডিটেলস দিবেন

আপনার একটি চালু ফোন নাম্বার দিন যাতে প্রয়োযনে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি।

 

এবার process বাটনে ক্লিক করুন

 

এই ধাপে আপনি আপনার ট্রাঞ্জেকসনের ডিটেলস যেমন আপনি কত এবং কিসে,আপনি কিসে এবং কত পাবেন ইত্যাদি ডিটেলস দেখতে পাবেন।

সব কিছু ভালোভাবে চেক করে নিয়ে confirm বাটন ক্লিক করুন।

 

এই ধাপে আপনি আমাদের কে কিভাবে পেমেন্ট করবেন তার ডিটেলস পাবেন,যেমন আমাদের বিকাশ নাম্বার,রকেট নাম্বার ,স্ক্রিল ইমেইল,নেটেলার ইমেইল ইত্যাদি পাবেন,সেখান থেকে আমাদের ইমেইল বা নাম্বার নিয়ে টাকা বা ডলার সেন্ড করুন ।

পেমেন্ট সেন্ডের পর পর আপনার পেমেন্টের যেকোনো একটি প্রুফ যেমন যেই নাম্বার থেকে বিকাশ সেন্ড করেছেন তার লাস্ট ডিজিট বা ট্রাঞ্জেকসন আইডি/যেই মেইল থেকে ডলার সেন্ড করেছেন সেই ইমেইল বা ট্রান্সেকসন আইডি কিছু একটা নিয়ে একদম নিচের transection id/batch ঘরে দিয়ে confirm ক্লিক করুন।

 

ব্যাস আপনার কাজ শেস ,এবার আমরা ৪/৫ মিনিটে আপনার পেমেন্ট চেক করে নি